Posts

নিরাপত্তা এবং বৈদ্যুতিক কাজে সতর্কতা (অনুশীলনী-১)

Image
নিরাপত্তা ও সতর্কতা  বিষয়ক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর    সত্য/মিথ্যা নির্ণয় কর (সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি' লেখ)। (ক) বৈদ্যুতিক কাজে শ্রম কমানোর জন্য নিরাপত্তা বিধি মেনে কাজ করা হয়। উত্তরঃ  মিথ্যা (খ) কাজ ও কর্মীদের নিরাপত্তার জন্য সতর্কতা প্রয়োজন। উত্তরঃ সত্য   (গ) প্রাথমিক চিকিৎসা ব্যয়বহুল। উত্তরঃ মিথ্যা (ঘ) কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ক্রিয়ার জন্য প্রাথমিক চিকিৎসা করা হয়। উত্তরঃ সত্য সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর। ১। মইয়ের উপর দাঁড়িয়ে কাজ করার সময়------- ব্যবহার করা হয়। উত্তরঃ  সেফটি বেল্ট ২। দেয়াল ভাঙার কাজ করার সময় ---------ব্যবহার করা হয়। উত্তরঃ সেফটি গগলস। ৩। চালু লাইনে কাজ করার সময় -----------ব্যবহার করা হয়। উত্তরঃ  রাবার গ্লাভস ও সেফটি সু ৪। দুর্ঘটনা এড়ানোর জন্য -----------মেনে চলতে হয়। উত্তরঃ নিরাপত্তা বিধি ৫। অ্যাপ্রােন একটি ---------পােশাক। উত্তরঃ নিরাপত্তামূলক » অতি সংক্ষিপ্ত প্রশ্লোরঃঃ ১। বৈদ্যুতিক নিরাপত্তা বিধি কী? উত্তরঃ  বৈদ্যুতিক কাজের ও কর্মীর নিরাপত্তার জন্য যেসব বিধি বা নিয়ম মেনে চলার বাধ্যবাধকতা আছে, তাদেরকে বৈদ্যুতিক নিরাপত্তা বিধি

বৈদ্যুতিক দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা

Image
প্রাথমিক চিকিৎসা কী বা কাকে বলে? ও প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয়তা হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে যাওয়া ব্যক্তিকে চিকিৎসক কর্তৃক স্বস্তাধিক চিকিৎসা দেয়ার পূর্ব পর্যায় যে উপশম ও প্রতিরােধমূলক সহায়তা দেয়া হয় , থাকে প্রাথমিক চিকিৎসা বলে । প্রয়ােজনীয়তা প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয়তা নিম্নরূপ ১ । মৃত্যু ঝুকি , হ্রাস পায় । যেমন - বৈদ্যুতিক শকপ্রাপ্ত এবং পানিতে ডুবে যাওয়া ব্যক্তির স্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেলে তা করে তাৎক্ষণিক মৃত্যুর হাত থেকে রক্ষা করা । হঠাৎ মূৰ্ছা যাওয়া ব্যক্তির ক্ষেত্রেও তা প্রযােজ্য । ২ । অসুস্থতার  ক্ষতিকর প্রভাব হ্রাস করা । যেমন - বৈদ্যুতিক শকপ্রাপ্ত ব্যক্তির শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখা , কেটে যাওয়া স্থানের রক্তক্ষরণ বন্ধ করা বা সীমিত করা । ৩ । আঘাতপ্রাপ্ত বা অসুস্থ ব্যক্তির মনােবল অটুট রাখা । যেমন - আঘাতপ্রাপ্ত বা অসুস্থ ব্যক্তি চিকিৎসাকারীর কথায় আশাবাদী  হয়ে নিজের মনােবল ফিরে পায় এবং অসুস্থতা কমে যায় । ৪ । পরবর্তী স্বাভাবিক চিকিৎসা সহজ করে তোলা । ১ . ৫ প্রাথমিক চিকিৎসার পদ্ধতিঃ দূর্ঘনাজনিত আঘাত এবং অসুস্থতার ধরন ও তার তীব্রতা অন

নিরাপত্তা ও বৈদ্যুতিক কাজে সতর্কতা

Image
বৈদ্যুতিক কাজে নিরাপত্তা বিধি  ১ . ০ ভূমিকাঃ নিরাপত্তা সাধারণভাবে কোন ব্যক্তি , বস্তু বা সিস্টেমকে ক্ষতিকর ক্রিয়া - প্রতিক্রিয়া বা প্রভাব হতে মুক্ত রাখার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয় , তাকে নিরাপত্তা বা সেফটি ( Safety ) বলে । সতর্কতাঃ নিরাপত্তার প্রয়োজনে যে সকল ব্যবস্থা , পদক্ষেপ এবং কার্যক্রম সচেতনভাবে গ্রহণ ও অনুসরণ রা হয় , তাকে সতর্কতা ( Precaution ) বলে । বৈদ্যুতিক কাজে নিরাপত্তা ও সতর্কতা ও বিদ্যুৎ এক প্রকার শক্তি , যা সুষ্ঠুভাবে ব্যবহার করে প্রয়ােজনীয় কাজ ও সেবা পাওয়া যায় । আবার সুষ্ঠুভাবে কাজ করতে ও ব্যবহার করতে না পারলে বিদ্যুৎ মারাত্মক ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনার কারণ হয় । বৈদ্যুতিক কাজ করার সময় কাজের ও ব্যবহৃত যন্ত্রাদির ক্ষয়ক্ষতি রােধ এবং কর্মীর নিরাপত্তা রক্ষার জন্য যে সকল ব্যবস্থা ও সতর্কতা অবলম্বন করা হয় , তাকে বৈদ্যুতিক কাজের নিরাপত্তা ও সতর্কতা বলা হয় । ১.১ বৈদ্যুতিক কাজের নিরাপত্তা বিধিঃ বৈদ্যুতিক কাজের ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সকল বিষয় নিশ্চিত করা , পদক্ষেপ গ্রহণ ও অনুসরণ করা অবশ্যই মেনে চলার বিধান প্রচলিত আছে , তাদেরক